হবিগঞ্জ প্রতিনিধি:- হবিগঞ্জে খোয়াই নদীর পানি ১০০ সেন্টি মিটার বিপদ সিমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ২ দিন যাবত অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা ভারতের পাহাড়ী ঢলে নদীতে ফের বন্যা দেখা দিয়েছে। এভাবে পানি বাড়তে থাকলে আবারও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ উপচানোর আশংকা করছেন খোয়াই তীরবর্তি বাসিন্দারা ও স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। সোমবার (১১ সেপ্টম্বর) সকাল থেকে খোয়াই নদীতে পানি বৃদ্ধি শুরু হয়। পানি বাড়তে থাকায় শহর ও দু’তীরের বাসিন্দার মাঝে আবারও আতংক ছড়িয়ে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, নদীর উজানে ভারত অংশ থেকে নেমে আসা ঢলে খোয়াই নদীর পানি বাড়তে শুরু করেছে। বাংলাদেশ অংশে জেলার চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তে মারাত্মকভাবে পানি বাড়ছে। সোমবার রাত ৮টায় শহরতলীর মাছুলিয় ব্রীজ পয়েন্টে নদীর পানি বিপদসীমার ১০০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এদিকে শহরতলীর পূর্বভাদৈ, তেতৈয়া ও কামড়াপুরসহ বিভিনন স্থনে খোয়াই বেরিবাঁধ ভয়াবহ হুমকির সম্মখিন রয়েছে। ওইসব স্থনে স্থানীয় লোকজন পাহাড়া বাসিয়েছে। তাছাড়া নদীর চরে কৃষকরা আগাম জাতের বিভিন্ন শাকসবজি লাগিয়ে ছিল। তাদের এসব ফসল তলিয়ে গেছে।
More News Of This Category