নিজস্ব প্রতিবেদক #
জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও গ্রাম নিবাসী মৃত গনি বক্স এর ছেলে ডুবাই প্রবাসী হাফিজুর রহমান (৩৫) এর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
বিস্বস্ত সুত্রে জানাযায়, গত বৃহস্পতিবার (১৭ ই আগষ্ট) সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলাধীন পাইলগাঁও গ্রাম নিবাসী মৃত গনি বক্স এর ছেলে ডুবাই প্রবাসী হাফিজুর রহমান (৩৫) এর শোয়ার ঘরের দরজা বন্ধ দেখতে পান পরিবারের লোকজন। দীর্ঘক্ষন বন্ধ থাকার পর পরিবারের অন্যান্য সদস্যরা তাকে ডাকতে থাকেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করার পর হাফিজুর-কে গলায় রশ্মি দিয়ে ফাঁস দেয়া অবস্থায় পাওয়া যায়।
রাত প্রায় ১১ টা ৩০ মিনিটের সময় খবর পেয়ে জগন্নাথপুর থানার এসআই হাবিবুর রহমান হাবিব’র নেতৃত্বে একদল পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে আসেন।
শুক্রবার (১৮ ই আগষ্ট) ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আত্মহত্যার পেছনে কোন কারণ আছে কি না তা জানা যায়নী।
More News Of This Category