,
শিরোনাম
মাও: এমদাদুর রহমান (রহ:) মেমোরিয়াল ট্রাস্ট এর উদ্যোগে জননেতা আশরাফুল ইসলামের অর্থায়নে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দরিদ্র হতদরিদ্র দুই শতাধীক পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রেড ব্লাড সিলেট এর  শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ নিউইয়রকে ইউএস বাংলা অনলাইন প্রেস ক্লাবের অভিষেক সম্পন্ন : সভাপতি মাহফুজ আদনান, সাধারন সম্পাদক আবু সাদেক রনি ‘রেড ব্লাড সিলেট’র উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত জগন্নাথপুর উপজেলায় রেল সংযোগ প্রসঙ্গে জগন্নাথপুরের কলকলিয়ায় ইংলিশ মিডিয়াম স্কুল এ সাদেক ইন্টারন্যশনাল একাডেমির বই উৎসব জগন্নাথপুরে ইংলিশ মিডিয়াম স্কুল এ সাদেক ইন্টারন্যশনাল একাডেমির শুভ উদ্বোধন সিলেটে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার লন্ডন-আমেরিকার মহব্বতের দরকার নেই : জগন্নাথপুরে পরিকল্পনামন্ত্রী পাগলা-জগন্নাথপুর সড়কে বাসের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষ : নিহত ১

জগন্নাথপুরে ক্যান্সার আক্রান্ত ছাত্র সৈয়দ রাকিব অালী কে সহযোগিতা করতে ছাত্র ও যুব সমাজের বৈঠক

মোঃ হুমায়ূন কবীর ফরীদি#

জগন্নাথ পুরের সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্যান্সার আক্রান্ত ছাত্র সৈয়দ রাকিব আলীকে সহযোগীতায় ৫ লক্ষ টাকা সংগ্রহে সৈয়দপুরের ছাত্র ও যুব সমাজ ঐক্যবদ্ধ হয়েছেন। এবং ইতিমধ্যে কিছু নগদ অর্থ সংগ্রহ হয়েছে। স্থানীয় সুত্রে জান যায়, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের সৈয়দপুর হাড়িকোনা গ্রামের সৌদি প্রবাসী সৈয়দ মিনার আলীর পুত্র সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র সৈয়দ রাকিব আলী মরন ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসা অনেক ব্যায় বহুল, যা তার পরিবারের জন্য বহন করা অনেক কষ্টসাধ্য। অন্যান্য সংগঠনের পাশাপাশি কিশোর মেধাবী ছাত্র সৈয়দ রাকিব আলীর চিকিৎসা ক্ষেত্রে সহযোগীতার জন্য অর্থতহবিল গঠণে সৈয়দপুর ছাত্র ও যুব সমাজের উদ্যোগে সৈয়দপুর আলিয়া মাদ্রাসয় ৭অাগস্ট সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায়এক জরুরী বৈঠকের আয়োজন করা হয়। প্রিন্সিপাল হাফিজ মাওলানা সৈয়দ রেজওয়ান আহমদের সভাপতিত্বে অনুষ্টিত বৈঠকে সকলেই ঐক্যবদ্ধ হন যে ক্যান্সার আক্রান্ত রাকিবের সহযোগীতার জন্য সৈয়দপুর ছাত্র ও যুব সমাজের মাধ্যমে ৫০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা সংগ্রহের টার্গেট নেওয়া হয়। বৈঠকে সৈয়দপুরের তরুন, যুবক ও ছাত্র সমাজ সকলেই রাকিবের সুচিকিৎসা নিশ্চিত করতে অর্থ তহবিল গঠনে সর্বাত্বক সহযোগীতা করতে দৃপ্ত অঙ্গিকার করেন। শতাধিক লোকের উপস্থিতিতে উপস্থিত অনেকেই নগদ অর্থ (৬৬,৯০০ টাকা) প্রদান করেন । তারা আশাবাদ ব্যাক্ত করেন আগামী কয়েকদিনের ভিতরেই তারা সকলে পাঁচ লক্ষাধিক টাকা কালেক্ট করতে সর্বাত্বক প্রচেষ্টা চালাবে। বউক্ত বৈঠকে সার্বিক সহযোগীতা ও বিশেষ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য সৈয়দ সাব্বিরঅাহমদ ছাবির মিয়া। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা সৈয়দ তহুর অাহমদ তৈয়ফুর, সৈয়দ দুলা মিয়া, সৈয়দ শেফুল আমীন, সৈয়দ মোসাব্বির আহমদ, সৈয়দ মারুফ আহমদ, সৈয়দ হিলাল, সৈয়দ তানভীর মুরাদ। অনুষ্টানে উপস্থিত ছিলেন, সৈয়দ কাওসার আহমদ, সৈয়দ আব্দুল লতিফ, সৈয়দ মারুফ আহমদ, সৈয়দ মস্তাক আহম, সৈয়দ সৈয়দ হাবিল, সৈয়দ ময়েজ, মারজান কোরেশী, সৈয়দ আবিদ, মোঃ তুহেল, সৈয়দ জামাল, সৈয়দ শাহির, সৈয়দ কাইয়ূম, সৈয়দ জাবের, সৈয়দ ইনান, সৈয়দ রাজু, আবিদ মল্লিক, সৈয়দ ছাবির, সৈয়দ ছাইদুল হক, সৈয়দ অঞ্জু, সৈয়দ তামিম আদনান, সৈয়দ তামজীদ রিবান, সৈয়দ রিয়াদ, মোঃ নোমান, সৈয়দ নুরুল, মির্জা মুস্তাকিম, জয়নুল কোরেশী, সৈয়দ দিদার, মোঃ সালমান, সৈয়দ তানিন, সুজেল খাঁন, সৈয়দ মিলু, সৈয়দ আহলাল, প্রমূখ। আগামী ১০অাগস্ট বৃহস্পতিবার সন্ধ্যা পর সৈয়দপুর আলীয়া মাদ্রাসায় আবার বৈঠক হবে, বৈঠকে সকলকে উপস্হিত হওয়ার অনুরুদ করা হয়েছে

     More News Of This Category

ফেসবুকে আমরা

 

 

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৪:২২
  • দুপুর ১২:০২
  • বিকাল ৪:৩০
  • সন্ধ্যা ৬:২৪
  • রাত ৭:৪০
  • ভোর ৫:৩৭