,

জগন্নাথপুরে নিয়ম মানছেন না প্রার্থীরা : নির্ধারিত সময়ের আগেই প্রচারণা

নিজস্ব প্রতিবেদক:- নির্বাচনী প্রতীক বরাদ্দের আগে প্রচার চালানোর নিয়ম না থাকলেও সুনামগঞ্জের জগন্নাথপুরে ইউপি নির্বাচনের প্রার্থীরা সে নিয়ম মানছেন না। উঠান বৈঠকের পাশাপাশি কর্মী সমর্তকদের নিয়ে পুরোদমে প্রচারে নেমে গেছেন।

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে আগামী ২৬ ডিসেম্বর জগন্নাথপুর উপজেলার সাতটি ইউনিয়নে ভোটগ্রহণ হবে। এসব ইউনিয়নে নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের পর প্রার্থী বাছাই প্রক্রিয়াও শেষ হয়েছে। আগামী ৬ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার এবং ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দের কথা রয়েছে। কিন্তু নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রতীক বরাদ্দের আগে প্রচার চালানোর নিষেধাজ্ঞা থাকলেও প্রার্থীরা তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে গণসংযোগে নেমে পড়েছেন। নির্বাচনী নীতিমালাকে কোনো তোয়াক্কা না করেই প্রকাশ্যে বিপুলসংখ্যক লোকজন নিয়ে প্রচার, গণসংযোগ, সভা, সমাবেশ চালিয়ে যাচ্ছেন। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ভোট ও সমর্থন চেয়ে বেড়াচ্ছেন।

নাম প্রকাশ না করার শর্তে এক চেয়ারম্যান প্রার্থী (স্বতন্ত্র) বলেন, ‘সব প্রার্থীই প্রচার চালাচ্ছেন। আমিও যদি না চালাই তবে ভোটের মাঠে পিছিয়ে পড়ব।

জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মুজিবুর রহমান বলেন, আচরণবিধি মেনে চলার জন্য আমরা এরমধ্যে প্রার্থীদের মৌখিক ভাবে বলে দিয়েছি। যদি কারো বিরুদ্ধে অভিযোগ পেলে আইনি ব‌্যবস্থা গ্রহন করা হবে।

জামাল/এস/এস

     More News Of This Category

ফেসবুকে আমরা

 

 

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৫:১০
  • দুপুর ১১:৫১
  • বিকাল ৩:৩৫
  • সন্ধ্যা ৫:১৪
  • রাত ৬:৩২
  • ভোর ৬:২৪