মোঃ কুতুব উদ্দি্ন :-
মীরপুর ইউনিয়ন পরিষদ ও নির্বাচন সংক্রান্ত বিষয়ে ইউনিয়নের সর্বস্তরের দেশে-বিদেশে অবস্থানরত নাগরিকদের দৃষ্টি আকর্ষণ ও সহযোগিতা কামনা করছে মীরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন বাস্তবায়ন পরিষদ। পরিষদের আহ্বায়ক মহিউদ্দিন এমরানে আহ্বানে আগামী ৫ই আগষ্ট মতবিনিময় সভার আহবান করেছে সংগঠনটি।
পরিষদের নেতৃবৃন্দের সাথে কথা বলে জানা যায়, মীরপুর ইউনিয়ন নির্বাচনের দাবিতে আন্দোলন,ইলেক্ট্রনিক মিডিয়া অনলাইন ফেইচবুক সহ বিভিন্ন গন মাধ্যম আজ সরব। আধিকার আদায়ের জন্য আন্দোলনের বিকল্প নেই। মীরপুর ইউনিয়ন বাসি অধিকার আদায়ের লড়াইয়ে আজ ঐক্যবদ্ধ। ইতিপূর্বে ইউনিয়নের গন্যমান্য ব্যাক্তিদের সাথে সাক্ষাত পরামর্শ আলোচনা ও বিশাল পরিসরে মত বিনিময় সভায় সর্ব সাধারণের দাবি আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উল্লখ্যে, জগন্নাথপুর উপজেলার আট-টি ইউনিয়ন নিয়ম তান্ত্রিক ভাবে নির্বাচন হলে ও সিমানা সংক্রান্ত জটিলতার অজুহাতে ভোটাধিকার ও কাংঙ্খিত উন্নয়ন থেকে মীরপুর ইউনিয়নের জনগন বঞ্চিত। ইউনিয়নের বাসিন্দারা এ বঞ্চনার অবসান চায়।
ইউনিয়ন কমপ্লেক্সঃ সারা দেশে ইউনিয়ন কমপ্লেক্স নির্মিত হলে ও মীরপুর ইউনিয়নের টিনসেট টি সে রকমই দাড়িয়ে আছে। নির্বাচিত প্রতিনিধিরা জরাজীর্ণ টিনসেটে বসে দায়িত্ব পালন করেছেন। আদৌ ইউনিয়ন কমপ্লেক্স নির্মাণ করার পরিকল্পনা বাস্তবায়ন হবে কি জনগন জানতে চায়!
মীরপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের মধ্যে দুটির প্রতিনিধি না থাকায় ওয়ার্ডের সাধারণ জনগন উন্নয়ন ও সেবা থেকে বঞ্চিত।বর্তমান পরিস্থিতিতে নির্বাচন সময়ের দাবি ।
আহ্বায়ক মহিউদ্দিন এমরান দৃকনিউজ২৪ কে বলেন ইউনিউনবাসীর প্রতি আহ্বান উন্নয়ন ও সেবার অধিকার প্রতিষ্ঠায় ইউনিয়নের সকল নাগরিক ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের দাবিতে সোচ্চার হতে হবে। এবং আগামী ৫ই আগষ্ট মীরপুর বাজারের মতবিনিময় সভায় যোগদান করে আপনার /আমার মতামত প্রকাশ করার আহ্বান হয়।
More News Of This Category